বেসরকারী উন্নয়ন সংগঠণের স্বপ্নদ্রষ্টা জাতীয় বীর কর্ণেল (অব:) শওকত আলী ‘নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা)-এর প্রতিষ্ঠাতা হিসাবে পশ্চাৎপদ জনগোষ্ঠী ও নারীর ক্ষমতায়নে এবং তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে বহুমুখি কর্মকান্ড বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করে রেখে গেছেন, তারই আদর্শ ও দিকনির্দেশনা লালন করে সংস্থার উন্নয়নে আমরা কাজ করছি।
বর্তমানে সংস্থাকে জাতীয় পর্যায় উন্নীত করে ৩টি বিভাগের ৬টি জেলা এলাকায় সদস্যদের মধ্যে সুশাসন ও শুদ্ধাচার, জেন্ডার সমতা বজায় রাখা, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সামাজিক নিরাপত্তা সুরক্ষায় আইনের সহায়তা প্রদান, প্রতিবন্ধীদের পুনর্বাসনে স্বচেস্ট, স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি করতঃ দরিদ্র; অরক্ষিত, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন কার্যক্রমে সহায়তা করে আসছি। বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, প্রতিবন্ধী পূনর্বাসন, প্রবীন জনগোষ্ঠির জীবনযাত্রার মান উন্নয়ন, বেকার যুবক-যুবতীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলা, শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে দরিদ্র শিক্ষার্থীদের উচ্চ শিক্ষিত হতে উৎসাহিত করা, দুর্যোগ মোকাবিলায় বিভিন্নকর্মসূচী গ্রহণ, জেন্ডার সমতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সহায়তা ইত্যাদি সামাজিক উন্নয়ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে সরকারের এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে নুসা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নুসা’র এই প্রচেষ্টার মাধ্যমে কর্মএলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠর আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পেরে আমরা আনন্দিত।
উপদেষ্টা পর্ষদ, সাধারণ পর্ষদ, নির্বাহী পর্ষদ এবং সংস্থার সকল স্থরের ষ্টাফদের সম্মিলিত প্রচেষ্টায় গত আর্থিক বছর (২০২৪-২৫) আশানুরুপ সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছি যার জন্য আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।
আমি বিশ্বাস করি, সর্বক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা জিও এবং এনজিও সমুহের পদ্ধতিগত সংস্কার, তাদের কার্যত এবং দক্ষতা উন্নয়ন, সর্বোপরি একটি সমন্বিত ও সংঘবদ্ধ এবং সময়োপযোগী উদ্যোগ গ্রহণ অপরিহার্য্য। সুশাসন ও শুদ্ধাচার আমাদের অঙ্গীকার।
তারিখ: তারিখ: ০৫ ডিসেম্বর ২০২৫
মাজেদা শওকত আলী
নির্বাহী পরিচালক. NUSA