ঋণ কার্যক্রম

সময়কাল: ১৯৯৪ সাল থেকে চলমান।

দাতা সংস্থা: পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

বাজেট টাকা: ৩৩৩ কোটি ৮১ লক্ষ।

লক্ষ্যভিত্তিক সুবিধাভোগীর সংখ্যা: ৪৩২৬৮ জন।

লক্ষ্য: ২০২১ সালের মধ্যে চরম দারিদ্র সীমায় জীবনযাপন করা ০.১০ কোটি মানুষ কে মধ্যম আয়ের পর্যায়ে উন্নীত করা।

উদ্দেশ্য: সঞ্চয়ের মাধ্যমে পুজি সৃষ্টি করা ও আত্ম-কর্মসংস্থানের জন্য সহজ শর্তে ঋণ বিতরণ করা।

 

 

শুরু থেকে এ পর্যন্ত কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ:

কার্যক্রম ঋণ বিতরণ এতদূর
(টাকা কোটির)
ঋণ আদায়ে এ পর্যন্ত
(টাকা কোটির)
ঋণ অবস্থা
(টাকা কোটির)
সংগ্রহের হার
ঋণ কার্যক্রম
১১৫০.২৭
১০২০.৬৫
১২৯.৬২
৯৯.৭৪%
সঞ্চয় আদায়
(কোটি টাকায়)
সঞ্চয়ের সুদ পরিশোধ
(কোটি টাকায়)
সঞ্চয়ের উপর রিটার্ন
(কোটি টাকায়)
সঞ্চয়ের অবস্থা
(কোটি টাকায়)
১৫৬.৫০
৮.৮৬
১১৮.৭৬
৪৬.৫৯

খাতসমূহ : নুুসা যে সকল খাতসমূহে ঋণ বিতরণ করে থাকে তার বিবরণ

জাগরণ:

জাগরণ ঋণ সর্বনিম্ন ১০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৮০,০০০ টাকা পর্যন্ত দরিদ্র জনগনের মাঝে বিতরণ করা হয়ে থাকে। এ ঋণের উপকারভোগীগণ বিভিন্ন ধরনের ক্ষুদ্র ব্যবসা, ছাগল পালন, গাভী পালন, বিভিন্ন ধরণের চাষাবাদ কার্যক্রম করে থাকে। ঋণীদের কাছ থেকে বিতরণকৃত টাকা ক্রমহ্রাসমান ২৪% সার্ভিস চার্জসহ সাপ্তাহিক ভিত্তিতে মোট ৪৬ কিস্তিতে আদায় করা হয়।

 

অগ্রসর:

ক্ষুদ্র উদ্যোগীদের নিকট সর্বনিম্ন ৮০,০০১ টাকা থেকে সর্বোচ্চ ১৫,০০,০০০ টাকা ঋণ প্রদান করা হয়। কমপক্ষে ২ বার সফল ভাবে জাগরণ ঋণ পরেিশাধকারীদেরকে অগ্রসর ঋণের আওতায় আনা হয়। এই ঋণের কিস্তি মাসিক ভিত্তিতে ১১ টি কিস্তিতে ক্রমহ্রাসমান ২৪% সার্ভিস চার্জসহ আদায় করা হয়। উক্ত ঋণের উপকার ভোগীগণ ক্ষুদ্র ব্যবসা, গবাধি পশু পালন, হাঁস মুরগির খামার, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ক্ষুদ্র কুটির শিল্প, পরিবহন ব্যবসা, মৎস্য চাষ ইত্যাদি কার্যক্রমে বিনিয়োগ করে থাকেন।

 

বুনিয়াদ:

অতি দরিদ্র কৃষি দিন মজুর, অকৃষি দিন মজুর, রিক্সা-ভ্যান চালক, ভিক্ষুক জনগোষ্টীকে এ ঋণ প্রদান করা হয় । সর্বনিম্ন ৫,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০,০০০ টাকা ঋণ প্রদান করা হয়। ঋণীদের কাছ থেকে বিতরণকৃত টাকা ও ক্রমহ্রাসমান ২০% সার্ভিসচার্জসহ সাপ্তাহিক ভিত্তিতে মোট ৪৫ কিস্তিতে আদায় করা হয়। এ ঋণের টাকা দিয়ে উপকারভোগীগণ হাঁস-মুরগি পালন, ছাগল পালন, বর্গা জমিতে কৃষি কাজ, চিড়া-মুড়ি প্রক্রিয়াজাতকরণ ইত্যাদি কার্যক্রম করা হয়।

 

সুফলন:

যে সকল সদস্য অন্যান্য ঋণের আওতাভুক্ত তারাই সহযোগী ঋণ হিসাবে সুফলন ঋণ নিতে পারবে। এ ঋণ সাধারনত মাছ চাষ, শীতকালীন শাক-সবজী চাষ, গরু মোটাতাজাকরণ ইত্যাদি প্রকল্পে প্রদান করা হয়। এ ঋণের মেয়াদ সর্বোচ্চ ৬ মাস। এ ঋণ  সার্ভিসচার্জসহ এককালীন আদায় করা হয়।

 

আয়বর্ধনমূলক কার্যক্রম ঋণ: 

সমৃদ্ধি কর্মসূচীর আওতায় আয়বৃদ্ধি করার জন্য আয়বর্ধনমূলক কার্যক্রমে ঋণ প্রদান করা হয়। এই ঋণের মেয়াদ ২ বছর পর্যন্ত। এই ঋণ ৮০,০০১ টাকা থেকে সর্বোচ্চ ১৫,০০,০০০ টাকা ঋণ প্রদান করা হয়। বিতরণকৃত ঋণ ক্রমহ্রাসমান ২৪% সার্ভিস চার্জসহ ২২ কিস্তিতে আদায় করা হয়।

 

জীবনযাত্রার মানোন্নয়ন ঋণ: 

ক্রমহ্রাসমান ৮% হারে সহযোগী ঋণ হিসাবে  প্রদান করা হয়। এ ঋণের বিতরণের পরিমান সর্বোচ্চ ১০,০০০ টাকা। ১ মাস গ্রেস পিরিয়ড মাসিক ভিত্তিতে সার্ভিসসহ উক্ত ঋণের টাকা আদায় করা হয়।

 

সম্পদ সৃষ্টি ঋণ: 

ক্রমহ্রাসমান ৮% হারে সহযোগী ঋণ হিসাবে  সম্পদ সৃষ্টির লক্ষ্যে এ ঋণ প্রদান করা হয়। ঋণের মেয়াদ  সর্বোচ্চ ৩ বছর। উক্ত ঋণ সর্বোচ্চ ৩০,০০০ টাকা পর্যন্ত বিতরণ করা হয়ে থাকে। এ ঋণ সম্পদ সৃষ্টি করণের জন্য বিতরণ করা হয়। ৩ মাস গ্রেস পিরিয়ড ধরে ৩৩ কিস্তিতে সার্ভিস চার্জসহ উক্ত ঋণ আদায় করা হয়।

 

অগ্রসর এমডিপি:

নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা) কর্ম এলাকায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর অর্থায়নে পিকেএসএফএর সহযোগিতায় Microenterprise Development Project (MDP) ২০১৯ সালের ১ জুলাই থেকে বাস্তবায়ন করছে। ২০১৯-২০২০ অর্থবছরে উক্ত ঋণের ৩ কোটি টাকা ১৯৯ জন ঋণ গ্রহীতার মাঝে বিতরণ করা হয়েছে। ঋণের সার্ভিস চার্জ ২৪ % ক্রম হ্রাসমান। মাসিক ভিত্তিতে আদায় করা হয। বিতরনের পরিমাণ ১ লাখ থেকে ১২ লাখ পর্যন্ত কৃষি সেক্টর, যেমনঃ মৎস্য, প্রাণী সম্পদ ও পোল্ট্রী প্রোগ্রাম এবং মেনুফ্যাকচারিং সেক্টর যেমন খাদ্য প্রক্রিয়াজাত, ক্ষুদ্র ব্যবসা, সেবা ও অন্যান্য খাতে প্রদান করা হয়েছে। এমডিপি ঋণ স্থিতি ৩০ জুন ২০২০ পর্যন্ত ২,৬৪,২৪,৮২১ টাকা এবং সঞ্চয়স্থিতি আছে ৩৯,৪৬,৭১৪ টাকা।

 

Loan for Elderly People Income Generation (LEGIP):

নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা) পিকেএসএফ এর আর্থিক সহায়তায় ২০১৯-২০১০ অর্থ বছরে ৫৪.২৫ লক্ষ টাকা বয়ষ্ক ব্যক্তিদের মাঝে বিতরন করেছে। ৩০ জুন ২০২০ পর্যন্ত ঋণ স্থিতি ৪৯.৮৪ লক্ষ টাকা ও সঞ্চয় স্থিতি ১.৬০ লক্ষ টাকা। ক্রমহ্রাসমান ১৬% হারে এই ঋণ প্রবীন সদস্যদের নিকট থেকে আদায় করা হয়। ঋণ সীমা ৩০,০০০ থেকে ৬০,০০০ টাকা পর্যন্ত। নড়িয়া উপজেলার নওপাড়া ও ভেদরগঞ্জ উপজেলার চরসেনসাস ইউনিয়নে এই প্রকল্প চালু রয়েছে।

মনিটরিং টুলস্ এর ব্যবহার

মাঠ পরিদর্শন:

নুসা’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ নিয়মিতভাবে অফিস ও মাঠ পরিদর্শনের মাধ্যমে নীতিমালা অনুযায়ী সকল কার্যক্রম সঠিকভাবে হচ্ছে কিনা তা যাছাই করে থাকেন।

 

 

হিসাব ও ব্যবস্থাপনা: 

সংস্থার হিসাব ব্যবস্থাপনা সম্পূর্ণভাবে একটি ওয়েব বেইজড অনলাইন সফ্টওয়্যারের মাধ্যমে পরিচালিত হচ্ছে যার ফলে স্বচ্ছতা ও জবাব দিহিতা ১০০% নিশ্চিত করা সম্ভব হচ্ছে।