নড়িয়ায় GUIDANCE প্রকল্পের উদ্বোধনী সভা অনুষ্ঠিত

২৯ মে ২০২৫ তারিখে, GUIDANCE প্রকল্পের উদ্বোধনী সভা নড়িয়া উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভাটি নড়িয়া উন্নয়ন সমিতি (NUSA) এর নেতৃত্বে এবং ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (VERC), ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর রুরাল পিপল (DORP), এবং আলোকিত করি ট্রাস্ট-এর সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি জার্মানির GFA কনসালটিং গ্রুপ GmbH-এর আর্থিক ও কারিগরি সহায়তায়, সুইজারল্যান্ড ও কানাডা সরকারের অর্থায়নে পরিচালিত সিটিজেনশিপ প্রোগ্রামের অধীনে বাস্তবায়িত হচ্ছে।

সভায় সভাপতিত্ব করেন NUSA-এর নির্বাহী পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা মজেদা শওকত আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলার সম্মানিত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আমিনুল ইসলাম বুলবুল।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নড়িয়া থানার অফিসার ইন চার্জ, উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা আইসিটি প্রোগ্রামার, তথ্য কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশলী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, সাংবাদিক, বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং সিভিল সোসাইটির সদস্যবৃন্দ। উপস্থিত সকল অতিথিবৃন্দ GUIDANCE প্রকল্প নিয়ে তাঁদের মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করেন।

সভায় উন্নয়ন খাত বিশেষজ্ঞ জনাব রাশেদ আলম সরকার এবং মিস মারিনা শওকত আলী প্রকল্পের সার্বিক উপস্থাপনা তুলে ধরেন।