প্রশিক্ষণ ও কর্মশালা

নুসার একটি সুসজ্জিত এবং নুসা’র একটি সুসজ্জিত ও সকল সুবিধাসহ প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। সেখানে সংস্থার বিভিন্ন লেভেল থেকে প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধির জন্য ৭৬ জন কর্মকর্তা/কর্মচারি প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তারা ক্ষুদ্রঋণ, শিক্ষা, স্বাস্থ্য, প্রতিবন্ধী পুনর্বাসন, আইনগত সহায়তা, সামাজিক উন্নয়নসহ সকল বিভাগের কর্মকর্তা ও কর্মচারি প্রয়োজনীয় প্রশিক্ষনে অংশগ্রহণ করেছেন। বিগত অর্থবছরে সংস্থা ৭ টি কোর্সের মাধ্যমে ৫ টি ট্রেডে প্রশিক্ষণ আয়োজন করেছে। উক্ত প্রশিক্ষনের মাধ্যমে স্টাফ পর্যায়ে ১৯৬ জন ও সুবিধাভোগী পর্যায়ে ৪২৫ জন নির্দিষ্ট বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

 

প্রশিক্ষণের বিবরণ নীচে একটি টেবিল আকারে দেওয়া হল:

ক্রমিক প্রশিক্ষণের নাম অংশগ্রহণকারীদের সংখ্যা কর্মচারী সুবিধাভোগী
ঋণ ব্যবস্থাপনা বেসিক প্রশিক্ষণ
৪৫
৪৫
হিসাব ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ
৯৯
৯৯
টেকসই উন্নয়ন লক্ষ্য, মানবাধিকার এবং জেন্ডার
৫২
৫২
কেন্দ্র পরিচালনা এবং নেতৃত্ব প্রশিক্ষণ
১৫০
১৫০ (সমিতি স্তর)
বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
২৭৫
২৭৫ (সদস্য স্তর)
মোট
৬২১
১৯৬
৪২৫

নুসা’র অন্যতম লক্ষ্য হলো প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানব সম্পদ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। এই লক্ষ্যে, ক সংগঠনের মূল ধারায় প্রশিক্ষণ সেল গঠন করা হয়েছে যার কাজ হলো প্রশিক্ষণ সংগঠিত করা এবং প্রদান করা, প্রশিক্ষণের ব্যবস্থা করা, নুসার ব্যবস্থাপনায় প্রশিক্ষণের সুযোগ সৃষ্টির জন্য বিভিন্ন অংশীদার সংস্থার সাথে যোগাযোগ করা। নুসা প্রধান কার্যালয়ে একটি শীতাতপ নিয়ন্ত্রিত ৩০-৫০ আসন সম্মেলন কক্ষ রয়েছে, যেখানে কনফারেন্স, কর্মশালা, সেমিনার এবং প্রশিক্ষণের সব সুবিধা রয়েছে।

এছাড়া ২০১২ সালে জাপান সরকারের অনুদানে নুসা’র নিজস্ব ২৪ শতাংশ জমিতে ৩ তলা বিশিষ্ট প্রশিক্ষণ ভবন ফাউন্ডেশন দিয়ে ২ তলা সুসম্পন্ন করে প্রশিক্ষণ প্রদানের সুব্যবস্থা করা হয়েছে। ‘‘নুসা মাল্টিডাইমেনশনাল ট্রেনিং কমপ্লেক্স (এমটিসি)’’ নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা)’র একটি প্রশিক্ষণ কেন্দ্র। এই প্রশিক্ষণ কেন্দ্রে মনোরম পরিবেশে সব ধরণের প্রশিক্ষণ পরিচালনার সুব্যবস্থা রয়েছে। এই প্রশিক্ষণ কেন্দ্রে ২টি প্রশিক্ষণ কক্ষ (৩০ জনের বসার মত), একটি সভা কক্ষ, একটি ডাইনিং রুম (৫০ জনের), একটি অফিস রুম ও একটি তথ্য প্রদান রুম রয়েছে। এছাড়াও কারিগরি প্রশিক্ষণ, যেমন: অটো মেকানিক্স মোবাইল ফোন সার্ভিসিং, ইলেকট্রিক্যাল, কম্পিউটার প্রশিক্ষণ করার জন্য ৪টি আলাদা ল্যাব রুম আছে। প্রশিক্ষণার্থীদের থাকার জন্য নারী-পুরুষ আলাদা আবাসন ব্যবস্থা রয়েছে। উক্ত প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ পরিচালনা করানোর জন্য ৩০টি কম্পিউটার, ০২টি মাল্টিমিডিয়া প্রজেক্টর, দুইটি সাউন্ড সিস্টেম, ভিডিও প্লেয়ার, টিভি, ভিপবোর্ড, হোয়াইটবোর্ড রয়েছে। এছাড়াও বিদ্যুৎ না থাকলে জেনারেটর ও সৌর বিদ্যুতের ব্যবস্থা রয়েছে।