অতি দরিদ্র ও দরিদ্র জনগোষ্ঠির জন্য বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকান্ড বাস্তবায়নের মাধ্যমে দৃশ্যমান ও বিকাশমান বেসরকারী উন্নয়ন সংস্থা হিসেবে নুসা ব্যাপক সফলতার সাথে এর কর্মকান্ড পরিচালনা করে আসছে। নুসা’র নির্বাহী পরিচালকের ঐকান্তিক প্রচেষ্টায় দেশের বিরাজমান অস্থিরতার মধ্যেও অতি কৌশলে কার্যক্রম চালিয়ে সকল কর্মকর্তা কর্মচারির প্রাপ্য বেতন-ভাতা পরিশোধ করে এসেছেন।
এছাড়া শত প্রতিকূলতার মধ্যেও গত ২০২৪-২০২৫ অর্থ বছরে বিভিন্ন দাতা সংস্থা, উন্নয়ন সহযোগী ও নিজস্ব উদ্যোগে বাস্তবায়নকৃত বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের অগ্রগতি অর্জন করেছেন। সাধারণ পর্ষদ, নির্বাহী পর্ষদ ও কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক সহযোগিতায় এবং সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানের সকল পর্যায়ে সাংগঠণিক ও বাস্তবায়িত কর্মসূচীতে ব্যপক গতিশীলতা সৃষ্টি হয়েছে যার ফলশ্রুতিতে আশানুরুপ সাফল্য অর্জিত হয়েছে। এ উপলক্ষে আমি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। একই সাথে সংস্থার উত্তরোত্তর উন্নতি কামনা করছি।
পরিশেষে আমি নুসা’র পরিচালনা পর্ষদের পক্ষ থেকে প্রতিষ্টাতা প্রধান উপদেষ্টা মাননীয় সাবেক ডেপুটি স্পীকার ও মাননীয় সাবেক সংসদ সদস্য প্রয়াত জাতীয় বীর কর্ণেল শওকত আলীর আত্মার মাগফেরাত কামনা করছি।
তারিখ: ০৫ ডিসেম্বর ২০২৫
এ্যাডভোকেট ফিরোজ আহমেদ
চেয়ারম্যান. নুসা